Skip to content

Configure on Cinnamon DE

Coder_Argha edited this page Jan 16, 2022 · 3 revisions

Cinnamon DE তে যেভাবে Configure করবেন।

শুরুর আগেঃ

কনফিগার করার আগে অবশ্যই আপনাকে ওপেনবাংলা কিবোর্ড ইন্সটল করে নিতে হবে।

যা করা লাগবেঃ

১. আপনার Shell এর কনফিগার ফাইল এ এই তিন লাইন যোগ করে নিতে হবে। অধিকাংশ মানুষ Bash / ZSH ব্যাবহার করে তাদের জন্য যথাক্রমে ~/.bashrc অথবা ~/.zshrc ফাইল এ এই লাইন গুলো যোগ করে নিতে হবে। আমাদের পক্ষে সব shell এর config দেওয়া সম্ভব নয়। যারা অন্য গুলো ব্যাবহার করেন তারা নিজ দায়িত্বে এই কমান্ড এর সমতুল্য কমান্ড বসিয়ে নিবেন।

# Ibus Cinnamon
export GTK_IM_MODULE=ibus
export QT_IM_MODULE=ibus
export XMODIFIERS=@im=ibus

২. এরপর ~/.config/autostart/ ফোল্ডারে একটি ibus.desktop নামে একটি ফাইল তৈরি করতে হবে। এর ফলে Panel এর সিস্টেম ট্রেতে ibus shortcut তৈরি হবে এবং প্রতিবার কম্পিউটার on করার পর ibus autostart হবে। এইজন্য Terminal ওপেন করে নিচের কোড রান করাতে হবে-

nano ~/.config/autostart/ibus.desktop

এরপর নিচের কোডগুলো কপি করে পেস্ট করে দিতে হবে।

[Desktop Entry]
Encoding=UTF-8
Name = Ibus
Type=Application
Terminal=false
Exec =ibus-daemon -drx

অতঃপর ctrl+o → Enter এবং ctrl+x প্রেস করে বের হতে হবে। এরপর logout অথবা restart দিতে হবে।

৩. স্টার্ট মেনু থেকে ibus preferences search করে click করুন।

ibus-preferences on start-menu

৪. এরপর এরকম একটি Window আসবে সেখানে Input Method tab এ গিয়ে Add বাটন এ ক্লিক করুন।

Input Method ibus

৫. এই Window তে three dot অংশে ক্লিক করার পর সব ভাষার লিস্ট আসবে, সেখান থেকে Bangla নির্বাচন করুন।

Three dot menu on ibus Select Bangla

৬. এবার OpenBangla Keyboard নির্বাচন করুন এবং Add বাটন চাপুন।

Openbangla-keyboard

৭. এবার একবার logout করে login করুন। এখন থেকে OpenBangla Keyboard ব্যবহার করে টাইপ করতে পারবেন।

Ibus Shortcut Bug Fix

Cinnamon desktop environment -এ super+space প্রেস করলে IBus এর input method পরিবর্তন হয় না। এই সমস্যাটির সমাধান করতে ibus preferences এর General Tab -এ যেতে হবে। এরপর Next Input Method এর শেষে Three dot -এ ক্লিক করতে হবে।

Ibus General Tab

এরপর Super -এর টিক চিহ্ন তুলে দিয়ে Control -এ টিক চিহ্ন দিতে হবে। এরপর apply তে ক্লিক করে ok তে ক্লিক করলে ctrl+space শর্টকাটের মাধ্যমে আপনি ইনপুট মেথড পরিবর্তন করতে পারবেন।

Shortcut Key Fix